চলুন এবার দেখি কি বাবে এটী করবেন।
আমি মজিলা ও ক্রোম এর জন্য দেখবো।
প্রথমে মজিলা;
মজিলা ফায়ার ফক্স এর মেইন মেনু থেকে Tools এ ক্লিক করুন ।
এখান থেকে Option এ যান। তারপর Content select করুন।

এখান থেকে Load Image Automatically কে টিক মার্ক উঠিয়ে দিন। ব্যস হয়ে গেলো।
Chrome এর জন্য প্রথমে Option এ যান।

এখান থেকে User And Hood এ যান। Content setting select করুন।

তারপর Image Select করুন। পাশের বক্স থেকে Do not show any image এ ক্লিক করে Close করে দিন । এবার দেখুন মজা।
দেখুন আমি Face book এ আমার কোন Friend এর Face দেখতে পারিনা।

যারা মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন তাদের জন্য সত্যিই উপকারি।
আমার এক বন্ধুর ১৮ মিনিটে মাত্র ২.৫ mb খরচ হয়েছে। আগে যেখানে ১ মিনিটেই 1 mb এর উপর যেত।
No comments:
Post a Comment