Cআমরা যখন কোন সাইটে যাই তখন পেইজটি লোড হওয়ার সময়ই আপনার নেটকানেকশন এর ব্যন্ডউইথ নষ্ট করে। আর একটি পেইজ কতটুকু ব্যন্ডউইথ নষ্ট করবে তা প্রধানত ইমেজ ফাইলের উপর নির্বর করে। যে পেইজে ইমেজ বেশি থাকবে সে পেইজ ব্যন্ডউইথ বেশি নষ্ট করবে। তাই আমরা যদি ইমেজ ফাইল গুলো লোড হতে নাদেই তাহলে আমরা আরো বেশি সাইট আরো বেশি সময় ধরে ব্রাউজ করতে পারবো।
চলুন এবার দেখি কি বাবে এটী করবেন।
আমি মজিলা ও ক্রোম এর জন্য দেখবো।
প্রথমে মজিলা;
মজিলা ফায়ার ফক্স এর মেইন মেনু থেকে Tools এ ক্লিক করুন ।
এখান থেকে Option এ যান। তারপর Content select করুন।
এখান থেকে Load Image Automatically কে টিক মার্ক উঠিয়ে দিন। ব্যস হয়ে গেলো।
Chrome এর জন্য প্রথমে Option এ যান।
এখান থেকে User And Hood এ যান। Content setting select করুন।
তারপর Image Select করুন। পাশের বক্স থেকে Do not show any image এ ক্লিক করে Close করে দিন । এবার দেখুন মজা।
দেখুন আমি Face book এ আমার কোন Friend এর Face দেখতে পারিনা।
যারা মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন তাদের জন্য সত্যিই উপকারি।
আমার এক বন্ধুর ১৮ মিনিটে মাত্র ২.৫ mb খরচ হয়েছে। আগে যেখানে ১ মিনিটেই 1 mb এর উপর যেত।
No comments:
Post a Comment