Thursday, November 25, 2010

[PC Tips In Bangla] ফেসবুকের দুই ব্যবহারকারীর মিল খুঁজে পাওয়া

জনপ্রিয় সামাজিক ওয়েবসাইট ফেসবুকের ব্যবহারকারীরা যদি তার আরেক বন্ধুৃর সাথে নিজের অথবা অন্য দুটি বন্ধুর মধ্যে অথবা অন্য যেকোন দুই ফেসবুক ব্যবহারকারীর মধ্যে কি কি মিল আছে তা জানতে পারতো তাহলে কেমন হবে! একটি একটি করে মিল না খুঁজে সহজেই দুই ফেসবুক ব্যবহারকারীর মধ্যে মিল খুঁজে পাওয়া যাবে www.facebook.com/mehdiakram?and=akabul এমন একটি লিংক থেকে। ফেসুবকে লগইন অবস্থায় ওয়েব ব্রাউজারের এড্রেসবারে উপরোক্ত লিংকটি লিখে এন্টার করলে mehdiakram এবং akabul ব্যবহারকারীর মধ্যে মিল আছে এমন বিষয়গুলো চলে আসবে। ব্যবহারকারীর নামের (ইউজার নেম) পরিবর্তে প্রোফাইল আইডি দিয়েও মিল বের করা যাবে। দুই ফেসবুক ব্যবহারকারীর মধ্যে মিল হিসাবে কমন বন্ধু, মন্তব্য করা পোস্ট, ছবি, ওয়াল পোস্ট, পছন্দের পেজ ইত্যাদি রয়েছে। এছাড়াও ডানে Browse Friendships এ এরকম কিছু বন্ধুর তুলনামূলক লিংক সাজেশন রয়েছে।

No comments:

Post a Comment