Thursday, November 4, 2010

[Pc Tips In Bangla] Winrar এবং Winzip এর বিকল্প হিসাবে ব্যবহার করুন Peazip3.0


আমরা যখন কমপিউটার ব্যবহার করি তখন কিভাবে যেন আমাদের কম্পিউটারে ভাইরাস নামের জিনিসটি চলে আসে। ভাইরাস হলো ক্ষতিকারক প্রোগ্রাম। যার আমাদের প্রয়োজনীয় সফটওয়ার ও অন্যান্য ফাইল গুলো নষ্ট হয়ে যায়। কিন্তু যদি ফাইল গুলো zip অথবা rar করা থাকে তাহলে সফটওয়ার গুলো নষ্ট হয় না। পরবর্তীতে সেখান থেকে আমরা ফাইল গুলো পুনরুদ্ধার করতে পারি। এছাড়াও peazip এর একটি বড় সুবিধা আছে। আমরা যখন ইন্টারনেট থেকে মুভি ডাউনলোড করি তথন সেই মুভির কোয়ালিটি কেমন তা বুঝতে পারিনা। কখনও ভাল কোয়ালিটি হয় আবার কখনও খারাপ কোয়ালিটি হয়। আর যখন অনেক কষ্ট করে মুভি ডাউনলোড করে দেখা যায় যে কোয়ালিটি খুব খারাপ তখন অনেক রাগ হয়। এই সফটওয়ার এর মাধ্যমে আপনি ২ থেকে ৫ মেগাবাইট ডাউনলোড করে দেখতে পারবেন যে মুভিটির কোয়ালিটি কেমন। নিচে একটি স্ক্রীনশট দেওয়া হল।

No comments:

Post a Comment