Thursday, November 4, 2010

[Mobile Tips In Bangla] চার্জ সম্পন্ন হয়ে গেলে অটোমেটিক কথা বলে জাগিয়ে দেবে আপনার মোবাইল


উপরের শিরোনামটি শুনে অবাক হচ্ছেন?? এখ‍ানে অবাক হওয়ার কিছুই নেই । কারণ পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই বললেই চলে। তাই আজকে আমি আপনাদেরকে একটা সুন্দর সফট্ওয়ার-এর সাথে পরিচয় করিয়ে দেব। এটি একটি ফ্রি সফট্ওয়ার। এটি মুলত আপনাকে আপনার ইলেকট্রিসিটির (বিদ্যুৎ) সাশ্রয় করার জন্য তৈরী করা হয়েছে। যখনি আপনার মোবাইলের চার্জ সম্পন্ন হয়ে যাবে তখনই সফট্ওয়ারটি আপনা-আপনিই একটা কন্ঠস্বরের মাধ্যমে আপনাকে জাগিয়ে দেবে এবং চার্জার আনপ্লাগ করতে বলবে। কি খুব সুন্দর না?

তাহলে নিচের লিংকটি থেকে ডাউনলোড করে নিন।

এই সফট্ওয়ারটি নোকিয়ার ‍s60v3 ও s60v5 – এর সবগুলো মোবাইল ছাড়াও নিম্নবর্ণিত সেটগুলোতে সাপোর্ট করবে ‍ঃ

Nokia : 3250 XM, 5230, 5233, 5320 XM, 5500, 5530, 5700XM, 5800XM, 6110Nav,  6120c,  6120s,  6122c,  6210Nav,  6220Nav,  6650F,  6124, 6290, E50, E51, E60, E61, E61i, E62, E63, E65, E66, E70, E71, E90, N71, N73, N75, N76, N77, N78, N79, N80, N81, N82, N85, N86, N91, N92, N93, N93i, N95, N96, N97, X6, X3, C6 ইত্যাদি।
Sumsung : I458, I450, I408, I400, I520, I550, I558, I560, I586, i7110, I8510, G818E, G810, L780, L788, L878E, innov8
Sony Ericsson : G702, M608c, P1c, P1i, P5i, P990, W950, W958c, W960, G900
Motorola : Z8,  Z10 And More Java Supported Phone

3 comments:

  1. আরো তথ্য লিখুন। আচ্ছা কি করে আমি ওয়েব সাইট তৈরী কোরবো তা বলতে পারেন।

    ReplyDelete
  2. Ata to so ja Wapka.mobi te jaw regter kor (free) aro jante fb.com/2jk.sing

    ReplyDelete
  3. www.bdtipszone.com e aro jante visit korun

    ReplyDelete