মনে করুন আপনার একটি সাইট আজই গুগলে সাবমিট করা দরকার।কিন্তু করবেন কি গুগল তো সচারাচর অধিক জনপ্রিয় সাইট ছাড়া দ্রত পেজ Index করে না।তাতে কি হয়েছে। আপনার অতি মূল্যবান সাইটটা কিন্তু আপনি ১০-২০ মিনিটের মধ্যে গুগলে সাবমিট করতে পারবেন যদি নিচের কলাকৌশল গুলো দেখেন
আমরা জানি গুগল এমন একটি শক্তিশালী সার্চ ইঞ্জিন যাতে web site Submit না করলে ও আনেক সময় নিজ থেকে Index করে ।সাধারণ ভাবে গুগল একটি url কে ২ ভাবে চেনে
১।URL সাবমিটের মাধ্যমে
২।অন্য কোন জনপ্রিয় সাইট থেকে। এখানে আমি আপনাদের কে ২ ন পদ্ধতির কথা বলব।
২।অন্য কোন জনপ্রিয় সাইট থেকে। এখানে আমি আপনাদের কে ২ ন পদ্ধতির কথা বলব।
আমরা আনেকে জানি যদি আপনার Web Site টির Address যদি কোন জনপ্রিয় সাইট থেকে থাকে তাহলে গুগল তা করার চেসটা করবে।Index কেননা গুগল বট যখন web siteটি ঘুরে দেখে তখন সে অন্য Active লিংক গুলোও Index করতে চায়।এই পদ্ধতি গুগল ঠিক তখনেই দ্রত করে থাকে যখন কোন একটা Web Site সবসময় কমপখে ২০০ ভিজিটরের বেশি Online থাকে এবং যাদের পেজ রেঙ্ক বেশ ভালো।এ সকল পেজ গুলো গুগল প্রতি মূর্হতে Index করে থাকে। বিশেষ করে যখন কোন নতুন বিষয় বা কনটেন্ট যোগ হয় গুগল তা মাত্র ১০-২০ মিনিটে Index করে ফেলে।আর আপনাকে এই সুযোগটাই কাজে লাগাতে হবে।
আমাদের দেশে এমন অনেক সাইট আছে যেগুলো তে সবসময় প্রচুর ভিজিটর online এ থাকে।আমি এখানে কেবলকিছু দেশীয় বাংলা ব্লগের কথা বলব।যেমন প্রথম আলো ব্লগ,সামহ্য়্যার ইন ব্লগ,আমার ব্লগ,সচালায়তন ইত্যাদি।এ সকল ব্লগের পেজ রেঙ্ক ভালো।
এখন আপনি এ সকল ব্লগে গিয়ে আপনার website টি নিয়ে পোষ্ট করুন।ব্যস হয়ে গেল।আশা করা যায় ১০-২০ মিনিটের মধ্যে আপনার সাইটটি গুগলে চলে আসবে।এটি দেখার জন্য আপনি সার্চে গিয়ে site:আপনার website এর নাম দিয়ে সার্চ করুন।দেখুন আপনার সাইটটি গুগল Index করে ফেলেছে।(যদি Index করার জন্য সকল শর্ত আপনার সাইটে থেকে থাকে)।এভাবে আপনি যেমন আপনার সাইটটি গুগলে খুব তাড়াতাড়ি আনতে পারবেন সেই সাথে সেখান থেকে অনেক ভিজিটর পাবে
তবে এখানে একটি কথা বলে রাখি,ব্লগ গুলোতে পোষ্ট করার সময় অবশ্যই ব্লগিং এর নীতিমালা অনুসরণ করে পোষ্ট করুন।যেমন
১।অযথা যেখানে সেখানে আপনার লিংক দিবেন না।
২।ভিজিটররা যাতে করে বিরক্ত না হয় সেই দিকে নজর রাখুন।ইত্যাদি
১।অযথা যেখানে সেখানে আপনার লিংক দিবেন না।
২।ভিজিটররা যাতে করে বিরক্ত না হয় সেই দিকে নজর রাখুন।ইত্যাদি
কেবল যে আপনার সাইট টি নিয়েই পোষ্ট করবেন তা কিন্ত নয়,আপনি যেকোন একটি বিষয়ে পোষ্ট করার পর পোষ্ট এর প্রথমে বা শেষে আপনার লিংক দিয়ে দিন এতেও হবে।
আমার এই পোস্ট মূলত SEO নিয়ে হলেও এর মধ্যমে সবাইকে বাংলায় ব্লগিং করার জন্য অনুরোধ জানাচ্ছি।যদি আপনাদের কাজে লাগলে দয়া করে মন্তব্য করবেন। সবাইকে ধন্যবাদ।
No comments:
Post a Comment