শুরুতেই মাত করলো হ্যারি পটারের নতুন ছবি
যা ভাবা হয়েছিল তাই, শুরুতেই মাত করে দিয়েছে হ্যারি পটার সিরিজের নতুন ছবি৷ বৃহস্পতিবার রাতে সিরিজের নতুন ছবি ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোজ’ মুক্তি পায়৷ মাঝরাতের মধ্যেই টিকিট বিক্রি হয়েছে ২৪ মিলিয়ন ডলার৷
গত প্রায় এক দশক ধরে বক্স অফিসগুলো মাতিয়ে আসছে হ্যারি পটার সিরিজের একের পর এক ছবি৷ নতুন ছবি ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোজ’ নিয়েও বেশ জোরেশোরে আলোচনা চলছিল৷ মুক্তির প্রথমক্ষণ থেকেই সিনেমা হলগুলোতে দর্শকদের ভিড়ে ঠাঁই নেই ঠাঁই নেই অবস্থা৷ প্রথমদিনেই ছবিটি ব্যবসা করেছে ৬১ মিলিয়ন ডলারের৷ হ্যারি পটার সিরিজের মধ্যে এটাই সবচেয়ে দুর্দান্তভাবে শুরু বলে জানিয়েছেন চলচ্চিত্র বিশেষজ্ঞরা৷ তাঁরা ধারণা করছেন, চলতি সপ্তাহান্তেই টিকিট বিক্রি কমপক্ষে সোয়া একশ মিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে৷ এর আগে গত বছর মুক্তি পাওয়া ‘হ্যারি পটার অ্যান্ড দ্য হাফ ব্লাড প্রিন্স’ ছবিটি প্রথমদিনেই ৫৮ মিলিয়ন ডলারের বেশি আয় করেছিল৷
আগের গুলোর মত হ্যারি পটারের নতুন পর্বটিও ভরা রুদ্ধশ্বাস সব চিত্রে৷ বরাবরের মত এবারও মন্দের সঙ্গে ভালোর লড়াই৷ যাতে হ্যারি পটার চরিত্রে অভিনয় করেছেন ড্যানিয়েল ব়্যাডক্লিফ৷ তবে ছবির শেষে কিন্তু কাহিনীর সমাপ্তি টানা হয়নি, ঝুলিয়ে রাখা হয়েছে৷ কারণ আগামী বছরের জুলাই মাসে মুক্তি পেতে যাচ্ছে একই ছবির দ্বিতীয় পর্বটি৷ আর সেখানেই দেখা যাবে কাহিনী কিভাবে মোড় নেয় এবং শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়৷
এদিকে হলিউডের বক্স অফিসে হ্যারি পটারের দুর্দান্ত শুরু হলেও এরপরেই রয়েছে অ্যাকশন মুভি ‘আনস্টপেবল’৷ ড্যানজেল ওয়াশিংটন ও ক্রিস পাইন অভিনীত এই ছবিটি গত সপ্তাহের মত চলতি সপ্তাহেও বেশ সাড়া জাগিয়েছে৷ এখন পর্যন্ত ছবিটি আয় করেছে ৩৩ মিলিয়ন ডলারের মত, জানিয়েছে বক্স অফিস৷
No comments:
Post a Comment