Friday, November 12, 2010

[PC Tips In Bangla] কীবোর্ডে সমস্যা হলেও পাসওয়ার্ড লিখে কম্পিউটার ওপেন করার উপায়

Exclusive

কীবোর্ডে সমস্যা হলেও পাসওয়ার্ড লিখে কম্পিউটার ওপেন করার উপায়

আমরা প্রায় সবাই কম্পিউটারে পাসওয়ার্ড ব্যবহার করে থাকি । কিন্তু কোন সময় কীবোর্ডের কয়েকটি কীতে সমস্যা হতে পারে । ফলে কম্পিউটার ওপেন করতে সমস্যা হবে । আমি একবার এই সমস্যায় পড়েছিলাম । আমার পাসওয়ার্ডে ব্যবহৃত একটি কী কাজ করছিল না । ফলে আমি কম্পিউটার ওপেন করতে পারছিলাম না । আমার কম্পিউটার ওপেন করা খুব জরুরী ছিল এবং কী বোর্ড কিনে এনে সেট করতে সময় লাগতে । আমার আসকি কোডের কথা মনে পড়ে এবং আসকি কোড ব্যবহার করে পিসি ওপেন করতে পেরেছিলাম । আপনাদের জন্য প্রয়োজনীয় আসকি কোডগুলো দিলাম । এগুলোর সাহায্যে আপনি অক্ষরগুলো লিখতে পারবেন । Alt কী চেপে রেখে নাম্বার কী গুলো চাপুন এবং নাম্বারটি পুরো চাপা হলে Alt কী ছেড়ে দিন । যেমন : ‘A’এর জন্য Alt কী চেপে 65 নাম্বারটি লিখুন এবং Alt কী ছেড়ে দিন । আপনার কার্সরের স্থানে A লেখা হবে । ‘B’এর জন্য Alt কী চেপে 66 নাম্বারটি লিখুন এবং Alt কী ছেড়ে দিন । আপনার কার্সরের স্থানে B লেখা হবে । আপনাকে এতোগুলো কোড মনে রাখতে হবে না । কিছু কোড মনে রাখলে চলবে যেমন:

A=65,B=66,……….Y=89,Z=90

a=97,b=98,………….y=121,122

0=48,1=49,………….8=56,9=57

আর আপনি বিশেষ কোন চিহৃ ব্যবহার করলে তার কোড মনে রাখুন এবং আপনার পাসওয়ার্ডের বক্সে সেটি লিখুন ।

কোড অক্ষর

33 !
34 “
35 #
36 $
37 %
38 &
39 ‘
40 (
41 )
42 *
43 +
44 ,
45 –
46 .
47 /
48 0
49 1
50 2
51 3
52 4
53 5
54 6

55 7
56 8
57 9
58 :
59 ;
60
63 ?
64 @
65 A
66 B
67 C
68 D
69 E
70 F
71 G
72 H
73 I
74 J
75 K
76 L
77 M
78 N
79 O
80 P

81 Q
82 R
83 S
84 T
85 U
86 V
87 W
88 X
89 Y
90 Z
91 [
92 \
93 ]
94 ^
95 _
96 `
97 a
98 b
99 c
100 d
101 e
102 f
103 g

104 h
105 i
106 j
107 k
108 l
109 m
110 n
111 o
112 p
113 q
114 r
115 s
116 t
117 u
118 v
119 w
120 x
121 y
122 z
123 {
124 |
125 }
126 ~

এই উপায়ে আপনি যে কোন কিছুতে (যেমনঃ MS Office, Notepad, Photoshop ইত্যাদি) লিখতে পারবেন 

No comments:

Post a Comment