Tuesday, November 23, 2010

[PC Tips In Bangla] Folder Explorer এর Tools Menu থেকে Folder Option সরিয়ে ফেলা

চুরির হাত থেকে রক্ষা করার জন্য আমাদের File বা Folder কে আমরা Properties থেকে Hide করে রাখি। Advanced দের কাছে এ Option প্রয়োগ করা যায় না। তারা ঠিক ই চুরি করতে পারে। স্বাভাবিক ভাবে Hide করা ফাইল দেখা যায় না। Tools Menu থেকে  Folder Option এ গিয়ে Show the Hidden File and Folder এ ক্লিক করলে Hide করা File দেখা যায়। কিন্তু যদি Folder Explorer থেকে Folder Option সরিয়ে ফেলা যায় তাহলে তো আর কেউ Folder Option এ যেতে ও পারবে না আর  Show the Hidden File and Folder এ ক্লিক করে Hide করা File দেখতে পারবে না।স্বাভাবিক ভাবে এটি নিচের মত থাকেঃ]

0 Folder Explorer এর Tools Menu থেকে Folder Option সরিয়ে ফেলা | Techtunes

এবার কিভাবে এটি করবেন আমি তাই বলছি।

প্রথমে Run এ গিয়ে gpedit.msc লিখে ok করুন। নিচের মত একটি window আসবে।

screenshot1 Folder Explorer এর Tools Menu থেকে Folder Option সরিয়ে ফেলা | Techtunes

তার পর user configuration  এ ক্লিক করুন।

screenshot2 Folder Explorer এর Tools Menu থেকে Folder Option সরিয়ে ফেলা | Techtunes

এখান থেকে Administrative Template open করুন।

screenshot3 Folder Explorer এর Tools Menu থেকে Folder Option সরিয়ে ফেলা | Techtunes

তার পর windows Component open করুন.

screenshot4 Folder Explorer এর Tools Menu থেকে Folder Option সরিয়ে ফেলা | Techtunes

এখান থেকে Windows Explorer open করুন।

screenshot51 Folder Explorer এর Tools Menu থেকে Folder Option সরিয়ে ফেলা | Techtunes

তার পর Removes the Folder option menu from the Tools menu কে open করুন।

screenshot7 Folder Explorer এর Tools Menu থেকে Folder Option সরিয়ে ফেলা | Techtunes

Enable করুন।

এবার দেখুন আপনার Folder Option গায়েব।

screenshot8 Folder Explorer এর Tools Menu থেকে Folder Option সরিয়ে ফেলা | Techtunes

একই পন্থা অবলম্বন করে গিয়ে Disable বা Not Configured এ ক্লিক করে ok করুন। পুনরায়   দেখুন আপনার Folder Option।

এখানে আরো মঝার জিনিস রয়ে ছে। নিজে নিজে চেষ্টা করে বের করুন 

No comments:

Post a Comment