হ্যারি পটার সিরিজের ষষ্ঠ ছবিটি রূপালি পর্দায় আসছে আর মাত্র একদিন পর৷ এবারের পর্বের নাম ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ডেডলি হ্যালোস: পার্ট ওয়ান’৷ এই ছবিটিও যে বক্স অফিস হিট করবে, তা আর বলার অপেক্ষা থাকে না৷
২০০৯ সালে মুক্তি পাওয়া ‘হ্যারি পটার অ্যান্ড হাফ ব্লাড প্রিন্স’ প্রায় ৯৯.৩ কোটি ডলার আয় করেছিল৷ ‘দ্য ডেডলি হ্যালোস: পার্ট ওয়ান’র আয়ও সেরকমই হবে এমনটাই আশাবাদ সকলের৷ ‘দ্য ডেডলি হ্যালোস: পার্ট ওয়ান’-এ জে কে রাওলিংয়ের সর্বশেষ বইয়ের অর্ধেকেরও বেশি অন্তর্ভূক্ত করা হয়েছে৷ দ্বিতীয় পর্বটি ২০১১ সালের জুলাইয়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে৷ আর এ নিয়ে কাজ চলছে৷ ব্রিটিশ লেখিকা জে. কে. রাউলিং রচিত দ্য ডেডলি হ্যালোস কেবল মার্কিন বাজারেই বিক্রি হয়েছে ১২ মিলিয়ন কপি৷
যাহোক বই বা সিনেমার গল্পের বাইরে চলুন ঘুরে আসি এই ছবির নায়িকা ইমা ওয়ার্টসনের অঙ্গন থেকে৷ একেবারে ছিপছিপে শরীর, লাস্যময়ী চেহারা৷ ব্রিটিশ এই নায়িকাকে কি কিশোরী বলা হবে, নাকি তরুণী, তা নিয়ে অনেকে ভাবেন৷ তারপরও বলে রাখা ভালো গুনে গুনে কুড়ি বছর বয়স তাঁর৷ তবে কুড়িতে বুড়ি হননি৷ বরং এই বয়সেই পেলব শরীর আর সুন্দর হাসির গুণে এই তন্বী নির্বাচিত হয়েছেন ব্রিটেনের সবচেয়ে যৌন আবেদনময়ী হিসাবে৷ ৩০ বছরের কম বয়সি নায়িকাদের নিয়ে নতুন এক জরিপের ফলাফল এটি৷
তবে এই সপ্তাহে নাকি ‘বেশ খবর’ হিসাবে আছেন ইমা৷ সপ্তাহের শুরুতে নায়ক ডানিয়েল রাডক্লিফের সঙ্গে একটি ছবি তুলে আলোচনা-সমালোচনার কেন্দ্রে চলে আসেন৷ নায়কের সঙ্গে নায়িকা ছবি তুলবেন, এটাই তো স্বাভাবিক৷ কিন্তু এটি নিয়ে কেন এতো আলোচনা? হবেই না বা কেন? সেই ছবিতে নায়িকার গায়ে কোন কাপড় ছিল না, তিনি ছিলেন প্রায় নগ্না৷ বলাবাহুল্য, এই ছবি আদৌ তোলা হয়েছে কিনা তা নিয়ে বিতর্ক রয়েছে৷
font size aro boro dile, bhalo hoito
ReplyDelete