Sunday, December 19, 2010

[PC Tips In Bangla] উইকিলিক্সে এত তথ্য ! রাখে কোথায় ?

বেশকিছু দিন সারা বিশ্বেই যে নামটি সবচেয়ে বেশী উঠেএসেছে তা হলো জুলিয়ান অ্যাসেঞ্জ ও উইকিলিক্স । এবং এর যথাযুক্ত কারণও আছে, কেনোনা তার যুক্তরাস্ট্র সহ বেশ দেশের গোপন নথী পত্র ফাস করেছে তারা ।যার সংক্ষা এ পর্যন্ত  প্রায় ২৫০০০০হাজার এর কাছাকাছি । যা বিভিন্ন দেশকে বিব্রতকর অবস্থায় ফেলেছে । যাই হোক এগুলো সম্পর্কে আমরা সবাই অবগত । কিন্তু এই বিষয়টিকি কখনো লক্ষ করেছেন যে যে তথ্যগুলো উইকিলিক্স ফাস করছে সেগুলো রাখা আছে কোথায় ? জাইগাটা দেখতেইবা কেমন ?
আসলে এ সকল তথ্যগুলো রাখা আছে একটি সুইডেনের একটি নিউক্লিয়ার বাঙ্কারে, যা দেখতে অনেকটা জেমস বন্ডের সিনেমার মত । এটির নাম পাইওনিন ডেটা সেন্টার । এটি একটি বাঙ্কার । এই বাঙ্কারটিকে তথ্যকেন্দ্র হিসেবে রূপান্তর করা হয় ২০০৮ সালে । এবং এটি করেন আল্বার্ট ফ্রান্স ল্যানর্ড নামক একজন সুইডিশ আর্কিটেকচার । যার ইচ্ছে ছিলো যে এই বাঙ্কারটিকে তিনি জেমস বন্ডের সেটের মত রূপ দেবেন ।
তাহলে চলুন দেখি পাইওনেন ডেটা সেন্টারের কিছু ছবি ।
wikileaks 2 .1 উইকিলিক্সে এত তথ্য ! রাখে কোথায় ?  | Techtunes
এটিকে বলাযেতে পারে নার্ভ সেন্টার যেখানে উইকিলিক্স সহ বিভিন্ন কোম্পানীর তথ্য সংরক্ষন কারা আছে ।
wikileaks 1.1 উইকিলিক্সে এত তথ্য ! রাখে কোথায় ?  | Techtunes
wikileaks 3.1 উইকিলিক্সে এত তথ্য ! রাখে কোথায় ?  | Techtunes
অভ্যর্থনাকেন্দ্র এবং এই কেন্দ্রটি পারোমানবিক আক্রমন প্রতিরোধক ।
wikileaks 5 .1 উইকিলিক্সে এত তথ্য ! রাখে কোথায় ?  | Techtunes
এই অফিসটিতে রয়েছে ভাসমান সভা কক্ষ, এবং পূরো কক্ষটিই দেখতে অনেকটা চাঁদের মত ।
wikileaks 4 .1 উইকিলিক্সে এত তথ্য ! রাখে কোথায় ?  | Techtunes
সুডেনের আইন অনুযায়ী জুলিয়ান অ্যাসেঞ্জকে গোপোন তথ্য ফাসের অভিযোগে অভিযুক্ত করা যাবে না ।
wikileaks 6 .1 উইকিলিক্সে এত তথ্য ! রাখে কোথায় ?  | Techtunes
পাইওনিয়ান তথ্য কেন্দ্রের প্রবেশ পথ ।
এত কিছু দেখলাম কিন্তু যাকে নিয়ে এত কথা তাকে না দেখলে হয়,
JA উইকিলিক্সে এত তথ্য ! রাখে কোথায় ?  | Techtunes

দ্যা মোস্ট ওয়ান্টেডঃ জুলিয়ান অ্যাসেঞ্জ


No comments:

Post a Comment