টিভি দেখে বিশ্বরের্কড করে ফেললেন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের তিন যুবক। একটানা ৮৬ ঘন্টা ৬ মিনিট টিভি দেখে তারা এ রের্কড গড়েন। পুরস্কার হিসেবে প্রত্যেকে পান একটি গিনেজ ক্রেস্ট ও দশ হাজার মার্কিন ডলার। ৯৭ জন প্রতিযোগিকে হারিয়ে তারা এ গৌরব অর্জন করেন। প্রতিযোগিতাটি শুরু হয়েছিল তিন দিন আগে থেকে। হলিউড এবং হাইল্যাল্ড নামক স্থানে আলাদা ভাবে প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতার নিয়ম ছিলো কেউ টিভি দেখতে গিয়ে ঘুমিয়ে পড়তে পারবে না। ঘুমিয়ে গেলে বা চোখ বন্ধ করে রাখলে তাকে প্রতিযোগিতা থেকে বাদ দেয়া হবে। যদিও আয়োজকরা তাদের ঘুমানোর ব্যবস্থা করে রেখেছিলো। তাদের কে এমন এক স্থানে বসতে দিয়েছিলেঅ যেটা ছিলো খুব আরাম দায়ক । যে কেউ সেখানে শুয়ে বসে টিভি দেখতে পারে, যেমনটা আমরা ঘরে করে থাকি কিন্তু শর্ত ছিল্একটাই শুয়ে শুয়ে টিভি দেখলেও শোয়া যাবে না। এভাবে একটানা ৮৬ ঘন্টা ৬ মিনিট এর বেশি সময় টিভি দেখে তিন জন শেষ পর্যন্ত টিকে ছিলেন । তারা হলেন ফ্যারিস হুডু,কেভিন কুড, ভিক্টর লোপেজ। আয়োজকরা এই তিন জনকেই বিজয়ী ঘোষণা করে পুরস্কারের অর্থ হাতে তুলে দেন। ছবিতে দেখা যাচ্ছে বিজয়ী তিনজনকে। সূত্র. ফক্সনিউজ,
No comments:
Post a Comment