Saturday, August 21, 2010

PC Tips (Bangla) নির্দিষ্ট কাজের উপরে ভিত্তি করে কম্পিউটার নিয়ন্ত্রণ করা

নির্দিষ্ট সময় পরে বা প্রসেসরের ব্যবহারের উপরে অথবা নেটওয়ার্কের কাজের উপরে ভিত্তি করে কম্পিউটার রিস্টার্ট, শার্টডাউন, লগঅফ, লক করা, ফাইল চালানো বা অডিও ফাইল (mp3, ogg, wma, wav) চালানো যাবে। এমনই একটি অটোমেশন ইউটিলিটি হচ্ছে টাইমকমক্স। ৪ মেগাবাইটের মত ফ্রিওয়্যার এই সফটওয়্যারটি www.bitdreamers.com/en/products/timecomx থেকে ডাউনলোড করা যাবে।
সফটওয়্যারটি ইনস্টল করে চালু করুন এবং Task ট্যাবে গিয়ে টাক্স নির্বাচন করুন। এবার Event ট্যাবে গিয়ে Mode থেকে পছন্দের ইভেন্ট নির্বাচন করে নিচের মান সেট করুন এবং Start বাটনে ক্লিক করুন। তাহলে উক্ত নির্দিষ্ট ইভেন্টে কার্য (টাক্স) সম্পাদনা হবে। সফটওয়্যারটিতে পাসওয়ার্ড সেট করা যায়।

No comments:

Post a Comment