Search Your Sukh With Duniar Sukh
PC Tips (Bangla) উইন্ডোজের ড্রাইভ লুকানো বা লক করা
বিশেষ প্রয়োজনে কোন কোন ড্রাইভ লক করা বা লুকিয়ে রাখার প্রয়োজন হয়। বিশেষ করে বাসায় একই পিসিতে একাধিক ব্যবহারকারী থাকলে এটা বেশ জরুরী। রেজিস্ট্রি এডিট করে এই কাজ অনায়াসে করা যায়। কিন্তু সাধারণ ব্যবহারকারীদের রেজিস্ট্রি এডিট করা ঠিক না। তাই এই কাজটি যদি ছোট একটি ফ্রিওয়্যার সফটওয়্যার দ্বারা করা যায় তাহলে কেমন হয়। মাত্র 999 কিলোবাইটের Drives Protector এই সফটওয়্যারটি www.shamokaldarpon.com/download থেকে ডাউনলোড করে ইচ্ছামত যেকোন ড্রাইভ লুকাতে বা লক করতে পারেন। একটি ড্রাইভ লুকানো বা লক করা পরে যদি অন্য ড্রাইভ নতুন করে লুকানো বা লক করা যায় তাহলে পূর্বের লুকানো বা লক ড্রাইভ ফিরে আসবে। আগেরটিসহ লুকানো বা লক করতে চাইলে নতুন করে লক করার সময় আগেরটি নির্বাচিত রাখতে হবে
No comments:
Post a Comment