Thursday, June 16, 2011

[PC Tips IN BANGLA] গ্রামীণফোন ব্যবহারকারীরা পরিবার বা বন্ধুদের অবস্থান জানুন একদম ফ্রি

কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল। অনেকেই হয়তো জানেন যারা জানেনা তাদের জন্য আমার এ পোস্ট। অনেক সময় এমন হয় যে আপনি আপনার প্রিয়জনকে ফোন দিয়েই যান কিন্তু কেউ ফোন উঠাচ্ছে না। খুব টেনশন হয়। আপনার পরিবারের সদস্য ও বন্ধুরা  তারা কে কোথায় আছে বা কি করছে তা জানতে পারলে খুব ভালো হতো না।সেজন্যই গ্রামীণফোন নিয়ে এসেছে বাডি ট্র্যাকার। সবচেয়ে দারুণ খবর হচ্ছে যে আগামী ২৫ জুন ২০১১ পর্যন্ত এ সার্ভিসটি আপনি  উপভোগ করতে পারবেন একদম ফ্রি। এ  সার্ভিস উপভোগ করার আগে রেজিস্ট্রেশন করিয়ে নিতে হবে।

সার্ভিসটি যেভাবে রেজিস্ট্রেশন করবেনঃ
আপনার মোবাইলের মেসেজ অপশনে যান  Start টাইপ করুন এবং 3020  নম্বরে পাঠিয়ে দেন।
আর  আপনার পরিবার সদস্য বা বন্ধুকেও আপনার ট্র্যাকিং রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে হবে।
ট্র্যাকিং লিস্টে পরিবার সদস্য বা বন্ধুকে অ্যাড করার জন্যঃ
আপনার মোবাইলের মেসেজ অপশনে যান  add <স্পেস>বন্ধুর নম্বর-<স্পেস> বন্ধুর নাম টাইপ করুন এবং 3020  নম্বরে পাঠিয়ে দেন।
আপনার প্রিয়জনের কাছ থেকে অ্যাড রিকোয়েস্ট পাওয়ার পর রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার জন্য টাইপ করুন- y<স্পেস>অটো জেনারেটেড কোড-আর পাঠিয়ে দেন 3020 নম্বরে।
আর  রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করতে চাইলে -n<স্পেস>অটো জেনারেটেড কোড-টাইপ করে পাঠিয়ে দেন 3020 নম্বরে।
প্রিয়জনের যেভাবে অবস্থান জানবেনঃ
আপনার মোবাইলের মেসেজ অপশনে যান locate<স্পেস> প্রিয়জনের নাম অথবা ফোন নম্বর টাইপ করুন এবং 3020  নম্বরে পাঠিয়ে দেন।
যেভাবে নিজের অবস্থান জানাবেনঃ
আপনার মোবাইলের মেসেজ অপশনে যান  টাইপ করুন locate <স্পেস> নিজের নাম অথবা ফোন নম্বর পাঠিয়ে দেন 3020 নম্বরে।
কখনো বাডি ট্র্যাকার সার্ভিস বাদ দিতে চাইলে <Stop> টাইপ করে পাঠিয়ে দেন 3020 নম্বরে।
চাজঃ
২৪ জুন ২০১১ পযন্ত একদম ফ্রি
তাহলে আজই বাডি ট্র্যাকার সার্ভিসটির সব সুবিধা উপভোগ করা শুরু করেন, আর  প্রিয়জনদের অবস্থান জেনে নেন যেকোন সময়।

No comments:

Post a Comment