Friday, June 17, 2011

Download Free Software "PDF Password Remover"

pdft.jpg

The PDF Password Remover is a useful and reliable software which can be used to decrypt protected Adobe Acrobat PDF files, which have "owner" password set, preventing the file from editing (changing), printing, selecting text and graphics.

Decryption is being done instantly. Decrypted file can be opened in any PDF viewer (e.g. Adobe Acrobat Reader) without any restrictions — i.e. with edit/copy/print functions enabled. All versions of Adobe Acrobat (including 7.x, which features 128-bit encryption) are supported.

The standard security provided by PDF consists of two different methods and two different passwords, 'user password' and 'owner password'.

A PDF document may be protected by password for opening ('user' password) and the document may also specify operations that should be restricted even when the document is decrypted: printing; copying text and graphics out of the document; modifying the document; and adding or modifying text notes and AcroForm fields (using 'owner' password).

Limitation:
Please note that PDF Password Remover doesn't work with documents which have 'user' password (preventing the files from being opened), if both user and owner passwords are unknown the PDF Password Remover will fail.

Here are some key features of "PDF Password Remover":

? Easy to use
? Supports drag and drop PDF files
? Do NOT need Adobe Acrobat software
? Remove the security settings from your encrypted PDF file is instant
? Supports command line operation (for manual use or inclusion in scripts)
? Supports PDF1.6 protocol (formerly only supported by Acrobat 7.0 application)
? Supports PDF1.6 (Acrobat 7.x) files, including 40-bit RC4 decryption, 128-bit RC4 decryption, compressed files and unencrypted metadata
? Batch operation on many files from command line
? Supports Adobe Standard 40-bit Encryption and Adobe Advanced 128-bit Encryption
? Decrypts protected Adobe Acrobat PDF files, removing restrictions on printing, editing, copying


Download
http://www.fileserve.com/file/bjnuGbK
http://hotfile.com/dl/35554703/f642288/Portable_PDF_Password_Remover_3.0.rar.html
http://hotfile.com/dl/57442702/c8033fe/PDF_Password_Remover_3.1_Incl_PATCH.rar.html
http://ugotfile.com/file/1409836/PDF.PW.Remover.3.0.rar?rid=53914
http://ugotfile.com/file/1945082/Portable_PDF_Password_Remover_3.0.rar
http://uploading.com/files/AM5QA6YB/PDF_Passremover.rar.html
http://mirrorcreator.com/files/1LO9MDYS/pdf_pass_remover.rar
http://rapidshare.com/files/228310156/Portable_PDF_Password_Remover_3.0.rar
http://rapidshare.com/files/259251978/PDF.Password.Remover_3.0.rar
http://rapidshare.com/files/161812290/Portable_PDF_Password_Remover_3.0.rar
http://www.filestab.com/rbexghb9bydf/Portable_PDF_Password_Remover_3.0.rar.html
http://w19.easy-share.com/1903150572.html


http://depositfiles.com/files/iuma6pa81
http://www.filefactory.com/file/a0g320a/n/PDF_Password_Remover_rar
Pass: wzforum.org

Download Free Bangladeshi Mp3 Album "Ahoban By Habib"

Download Free Bangladeshi Mp3 Album "Chai Tomay By Ibrar Tipu"

Thursday, June 16, 2011

[PC Tips IN BANGLA] গ্রামীণফোন ব্যবহারকারীরা পরিবার বা বন্ধুদের অবস্থান জানুন একদম ফ্রি

কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল। অনেকেই হয়তো জানেন যারা জানেনা তাদের জন্য আমার এ পোস্ট। অনেক সময় এমন হয় যে আপনি আপনার প্রিয়জনকে ফোন দিয়েই যান কিন্তু কেউ ফোন উঠাচ্ছে না। খুব টেনশন হয়। আপনার পরিবারের সদস্য ও বন্ধুরা  তারা কে কোথায় আছে বা কি করছে তা জানতে পারলে খুব ভালো হতো না।সেজন্যই গ্রামীণফোন নিয়ে এসেছে বাডি ট্র্যাকার। সবচেয়ে দারুণ খবর হচ্ছে যে আগামী ২৫ জুন ২০১১ পর্যন্ত এ সার্ভিসটি আপনি  উপভোগ করতে পারবেন একদম ফ্রি। এ  সার্ভিস উপভোগ করার আগে রেজিস্ট্রেশন করিয়ে নিতে হবে।

সার্ভিসটি যেভাবে রেজিস্ট্রেশন করবেনঃ
আপনার মোবাইলের মেসেজ অপশনে যান  Start টাইপ করুন এবং 3020  নম্বরে পাঠিয়ে দেন।
আর  আপনার পরিবার সদস্য বা বন্ধুকেও আপনার ট্র্যাকিং রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে হবে।
ট্র্যাকিং লিস্টে পরিবার সদস্য বা বন্ধুকে অ্যাড করার জন্যঃ
আপনার মোবাইলের মেসেজ অপশনে যান  add <স্পেস>বন্ধুর নম্বর-<স্পেস> বন্ধুর নাম টাইপ করুন এবং 3020  নম্বরে পাঠিয়ে দেন।
আপনার প্রিয়জনের কাছ থেকে অ্যাড রিকোয়েস্ট পাওয়ার পর রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার জন্য টাইপ করুন- y<স্পেস>অটো জেনারেটেড কোড-আর পাঠিয়ে দেন 3020 নম্বরে।
আর  রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করতে চাইলে -n<স্পেস>অটো জেনারেটেড কোড-টাইপ করে পাঠিয়ে দেন 3020 নম্বরে।
প্রিয়জনের যেভাবে অবস্থান জানবেনঃ
আপনার মোবাইলের মেসেজ অপশনে যান locate<স্পেস> প্রিয়জনের নাম অথবা ফোন নম্বর টাইপ করুন এবং 3020  নম্বরে পাঠিয়ে দেন।
যেভাবে নিজের অবস্থান জানাবেনঃ
আপনার মোবাইলের মেসেজ অপশনে যান  টাইপ করুন locate <স্পেস> নিজের নাম অথবা ফোন নম্বর পাঠিয়ে দেন 3020 নম্বরে।
কখনো বাডি ট্র্যাকার সার্ভিস বাদ দিতে চাইলে <Stop> টাইপ করে পাঠিয়ে দেন 3020 নম্বরে।
চাজঃ
২৪ জুন ২০১১ পযন্ত একদম ফ্রি
তাহলে আজই বাডি ট্র্যাকার সার্ভিসটির সব সুবিধা উপভোগ করা শুরু করেন, আর  প্রিয়জনদের অবস্থান জেনে নেন যেকোন সময়।

[PC Tips IN BANGLA] এলেক্সাঃ কি? কেন? কিভাবে?

অন্যান্যদের মত ব্লগিং কে যদিও পেশা হিসাবে কখনই দেখি নাই, কিন্তু তার পরেও নিজের একটি ব্লগকে সবসময় নার্সিং করে যাচ্ছি শুধুই মনের আনন্দে। আর এই আনন্দকে ধরতে গিয়ে অন্যদের মত আমিও চাই আমার ব্লগটিও যেন সবার মত জনপ্রিয় হয়। কিন্তু জনপ্রিয় করা কি সহজ কথা? এর জন্য অনেক মেধা ও শ্রম দিতে হয় যা আমার দেয়া হয়ে উঠে না। কিন্তু, কিছুদিন আগে ফায়ারফক্স ব্রাউজারের জন্য ইন্সটল করা SearchStatus প্লাগিন্সটির যথেষ্ট উপকারিতাই পেয়ে আসছি। এটা একই সঙ্গে গুগল পেজ রেংঙ্ক এবং এলেক্সা রেংক এর জন্য যথেষ্ট ভুমিকা রাখে।
উপরের ইমেজটি আমার ফায়ারফক্স ব্রাউজারের নিচের ডান পার্শ্ব থেকে ক্যাপচার করা। ওয়েব সাইট পরিবর্তনের সাথে সাথে গুগল পেজ রেংঙ্ক এবং এলেক্সা রেংক এরও পরিবর্তন হয়। যদিও প্লাগিন্সটি ব্যবহারের প্রথম দিকে আমি তেমন গুরুপ্ত দিতাম না কিন্তু আসতে আসেত বুঝতে পারলাম এর প্রয়োজনীয়তা। প্রতিটি সাইট ভিজিটের সাথে সাথে যেখানে আপনি ততক্ষানিক বুঝতে পাচ্ছেন কোন সাইটি আপনার কাছে গুরুপ্তপূর্ণ হতে পারে এবং কেন সেই সাইটটি গুগল পেজ রেংকে এবং এলেক্সাতে স্থান করে নিয়েছে। গুগল পেজ রেংঙ্ক এবং এলেক্সা রেংক বার দুটি যতই পূর্ন হবে বুঝতে হবে সেই সাইটি ততই জনপ্রিয়।
এলেক্সা নিয়ে শুরু করার পূবে আপনি যদি পেজ রেংক সম্পর্কে তেমন না জেনে থাকেন তবে উইকিপিডিয়া’র এই লিঙ্ক থেকে পড়ে আসুন একবার।

এলেক্সা:

১৯৯৬ সালে এলেক্সা প্রতিষ্ঠিত হয়। এলেক্সা ইন্টারনেটে তার ব্যবহারকারীদের উন্নতি কল্পে স্থায়ীভাবে কিছু কর্মসূচী শুরু থেকেই হাতে নেয় যা এখনও বহাল আছে। প্রতিষ্ঠার পর থেকে এলেক্সা এর টুলবার মিলিয়ন বারেরও বেশি বার ডাউনলোড করা হয়েছে, এবং সেই থেকে আজ অবধি বিশ্বের মধ্যে সবচেয়ে বড় ওয়েব ক্রিউল। এবং প্রতিনিয়তই প্রতি মুহুর্তে ইউজারদের ডাটা’র উন্নয়ন করে চলছে।
অন্যান্য সার্ভিসের সাথে Alexa.com – এ একটি সার্চ ইঞ্জিন, একটি ডিরেক্টরি এবং একটি টুলবার রয়েছে। এর আরো একটি সার্ভিস রয়েছে যেটি, এলেক্সা ট্রাফিক রেংকিং নামে পরিচিত (Alexa.com এর নেভিগেশ মেন্যু থেকে Site Info), যেটাকে কেন্দ্র করে আমরা এলেক্সাতে প্রবেশ করি যেকোন সাইটের ইনফো নিতে। এখানে আমি যে কোন সাইট এর ঠিকানা ইনপুর করতে পারেন এবং এন্টার প্রেসের মাধমে এলেক্সা আপনাকে সেই ডোমেনইনের বর্তমান রেংক সহ সকল তথ্য আপনার সামনে প্রদর্শন করবে।
উপরের এলেক্সা’র নীল রঙের স্নাপশটটি দ্বারা এলেক্সা-তে একটি সাইটের সম্পূর্ন তথ্য প্রকাশ করে। যেখানে, প্রতিটি অনলাইন ওয়েব সাইটের হিস্টোরী গ্রাফ হিসাবে জমা রাখে যেগুলো এলেক্সা এর সংস্পর্শের এসেছে। এলেক্সা এর অন্তর্ভুক্ত প্রতিটি সাইটের একটি করে ইউনিক রেংক আছে এবং সবচেয়ে কম রেংক-টাই বেষ্ট সাইট। সবচেয়ে মজার ব্যপার হল সেই সাইটি এলেক্সা পঞ্জিকাতে পরবর্তী তিন মাস অবস্থান করবে।
এখন দেখুন কিভাবে এলেক্সা তাদের সেবাগুলো আমাদেরকে দিয়ে যাচ্ছে:

এলেক্সা ট্রাফিক রেংক কি?

এলেক্সা ট্রাফিক রেংকটি নির্ধারিত হয় এলেক্সা কোয়াটার্লি(৩ মাস) পঞ্জিকার সময় অনুযায়ী। যেখানে, মিলিয়ন পরিমান ব্যবহারকারী এলেক্সা টুলবার ব্যবহার করে বিভিন্ন সাইটে ভিজিট করে। প্রথমত, এলেক্সা প্রত্যেহ প্রতিটি সাইটের পেজভিউ হিসাব করে। এলেক্সা রেংক প্রধানত নির্ভর করে আপনার সাইটে কোথায় থেকে বা কোন উৎস থেকে ভিজিটর আসছে এবং তারা কি পরিমান সময় আপনার সাইটে কাটাচ্ছে ও সাথে সাথে এক পেজ থেকে আরে পেজে যাচ্ছে কিনা বা পেজ ভিউ হচ্ছে কি না। বলে রাখা ভাল পেজ ভিউ বাড়ানোর জন্য ইন্টারনাল লিঙ্কিং গুরুপ্তপূর্ন ভুমিকা রাখে। এলেক্সা কোয়াটার্লি(৩ মাস) পঞ্জিকার সময় পার হবার সাথে সাথে আপনার সাইটের রেংক-ও পরিবর্তন হতে পারে (বাড়তেও পারে আবার কমতেও পারে)। উদাহরন স্বরূপ: ধরুন, জুলাই ১ তারিখে আপনার সাইটের রেংক যা প্রদর্শন করছে সেটি বছরের প্রথম কোয়াটার এ ছিল এক রকম এবং দ্বিতীয় কোয়াটার এ এক রকম।
এলেক্সার প্রতিটি সেবা সম্পর্কে বর্ননা করা সময় এবং ক্ষমতা আমার নাই। যদি আপনাদরে ইচ্ছুক হয়ে থাকেন তবে এলেক্সা এর সব সেবাগুলো সম্পর্কে জানতে এখানে ভিজিট করতে পারেন।

এলেক্সা টুলবার:

উপরের বর্ননা অনুসারে বলা যায়, এলেক্সা তার টুলবার ব্যবহারকারীদের ডাটা গুলোকে ব্যবহার করেই এক একটি সাইটের জন্য স্টাটিকস রেকর্ড করে। যদি আপনি Alexa traffic rankings help page টি পড়ে থাকেন তবে বুঝতে পারবেন যে, এলেক্সা সবসময় তার জনপ্রিয় সাইট গুলো ডাটা অতি দ্রূত এবং নির্ভুল ভাবে পড়ে, অন্যদিকে কম রেংক এর সাইটগুলো(১০০,০০০ এর উপরের) ডাটা হয়তো ঠিকভাবে পড়ে কিনা সন্দিহান।
ব্যক্তিগতভাবে আমি কখনও এলেক্সা টুলবার ব্যবহার করি নাই। কারন এলেক্সা সব সাইটের ইনফো সমানভাবে স্টোর করে না, এটা অনেকের মত আমারও একটিই সন্দেহ মাত্র। কিন্তু, এখন যতটুকু মনে করি, এলেক্সা বা এলেক্সা রেংক পাবলিক একটি সাইটের তথ্যের জন্য অনেকটা সাহায্যকারী যা বলার অপেক্ষা রাখে না আর আপনার সাইটের রেংক রাড়াতে এলেক্সা টুলবার অনেক ভূমিকা রাখে। :)

এলেক্সারেংক বনাম গুগল পেজরেংক:

আমরা জানি যে, একটি সাইটের পেজ রেংক বাড়ানো যায় যদি সেই সাইটের সাথে হাই রেংক এর অন্য কিছু সাইটের লিঙ্কিং থাকে। উদাহরন স্বরুপ: মনে করুন, আপনি একটি পেজ রেংক ৭ অথবা ৮ এর মালিক। এখন আপনার অন্য একটি সাইটের(যেটার তেমন রেংক নাই) সাথে রেঙ্কিং সাইটকে লিঙ্ক করে দিন। কিছুদিন পর দেখেন কিছুটা হলেও উন্নতি বা ভাল রেংক চলে এসেছে সেই সাইটের। ব্যক্তিগতভাবে আমদের বেশির ভাগই যারা একটু হলেও ব্লগ এর সাথে জড়িত আছি বা নিজের একটি ব্লগ আছে, তারা নিজের সাইটের ট্রাফিক উন্নতির ব্যপারে মাথা ঘামাইনা। কিন্তু, যখনই অন্যের সাইট নিয়ে কথা হয় বা একটি সাইট বিক্রয় হবে বলে শুনতে পারি তার রেংক কত, কত ভিজিটর দৈনিক ইত্যাদি নিয়ে আলোচনায় মেতে উঠি। আসলে মূল ব্যাপার হল, দেশীয় একটা রেওয়াজ অনুযায়ী আমরা সবাই এলেক্সা রেংককেই বেশি গুরুপ্ত দেই। ;)
অন্যদিকে এলেক্সা-তে, একটা জিনিস আমি যতটুকু জানি, প্রকৃত পক্ষে এলেক্সা রেঙ্কিং হয় সরাসরি ট্রাফিক ভিজিটের সংখ্যা উপরে। পেজরেংক এর মত ইন্টারনাল লিঙ্কিং দিয়ে নয়। যে সাইটে যত বেশি ভিজিটর তার রেংক এলেক্সাতে তত উপরে। এলেক্সা সাইট থেকে আপনি জানতে পারবেন যে কোন কি-ওয়ার্ড এর সার্চ করে আপনার সাইটে বেশি ভিজিটর আসছে। কোন দেশ, কত থেকে কত বয়সের ভিজিটর আপনার সাইটে আসছি ইত্যাদি। কিন্তু গুগল পেজ রেংক এ এসবের কিছুই জানতে পারবেন না। আপনি কোন হাই পেজ রেংক সাইট থেকে ইন্টারনাল লিঙ্ক এর মাধ্যমে ভিজিট করে অন্র সাইটে এসে দেখেন যে সেই সাইটের এলেক্সা রেংক ভাল না, তবে বুঝতে হবে সবই ইন্টারনাল লিঙ্ক এর মাধ্যমে ট্রাফিক বাড়ানো হচেছ। আর যদি এলক্সা এবং গুগুল পেজ রেংক দুইটিই ভাল থাকে তবে বুঝতে হবে সাইট অনেক জনপ্রিয় এবং তথ্যসমৃধ্য। উৎকৃষ্ট উদাহরন হিসাবে: “বিজ্ঞান প্রযুক্তি এবং টেকটিউনস”।

এলেক্সা রেংক কি আসলেই গুরুপ্তপূর্ণ?

উপরের আলোচনা থেকেই বুঝা যাচ্ছে, এলেক্সা রেংক এর প্রয়োজনীয়তা। অবশ্যই আমার থেকেও অনেকে আরো ভালো অভিজ্ঞতা সম্পন্ন আছেন এলেক্সা নিয়ে। তবে, আমরা গুগল পেজ রেংক নিয়ে যতটা মাতামাতি করি এবং এর উন্নয়নকল্পে কাজ করি ঠিক তেমনটি এলেক্সা রেংক এ ক্ষেত্রেও করাটা জরুরী। কারন আপনার সাইটের জন্য দুই ক্যাটাগরির রেংক অনেক গুরুপ্ত রাখে।
————————————————————————————————————————-
SearchStatus প্লাগিন্সটি ব্যবহারের পর এর থেকে যতটা সুবিধা পেয়ে চলছি, তাই আমি বলবো যারা এসইও নিয়ে কাজ করছেন তারা প্লাগিন্সটি একবার ব্যবহার করেই দেখুন। ব্যবহারে ইচ্ছুক থাকলে প্লাগিন্সটি এখানে থেকে ডাউনলোড করতে পারেন এবং এর ব্যবহার জানতে সার্চস্ট্যাটাসঃ ফায়ারফক্স এসইও এক্সটেনশন পোষ্টটি ফলো করুন।
শেষ কথা : এলেক্সা নিয়ে যতটুকু জানি ততটুকুই শেয়ার করলাম আমার ক্ষুদ্র জ্ঞান থেকে। আপনাদের জানা মতে হয়তো কোথায় ভুল হলেও হতে পারে। আপনাদের মূল্যবান মন্তব্যে জানাবেন আশা করি।