Thursday, April 7, 2011

[PC Tips In Bangla] এভিরার বৈধ লাইসেন্স পাবার কৌশল

এন্টিভাইরাস হিসেবে আমর প্রথম পছন্দ এভিরা। ব্যবহার করছি প্রায় ৩ বছর খেকে। সবধরনের এন্টিভাইরাস ব্যবহার করা হয়ে গেছে, তবে ব্যক্তিগতভাবে ভাইরাস ডিটেকশন পরীক্ষায় এভিরা সবার চেয়ে এগিয়ে। 97% ডিটেশকনের জন্য ইতিমধ্যে পুরষ্কারও পেয়েছে। যদিও এর ফলস পজেটিভ ডিটেকশন বেশী অর্থাৎ সন্দেহজনক ফাইল কে ভাইরাস বলে বেশী ডিটেক্ট করে তবে উল্টোটা কখনো দেখিনি। অর্থাৎ ভাইরাসকে ডিটেক্ট করতে ভুল করেছে এমনটা হয়নি।
দীর্ঘদিন ফ্রি ভার্সনটিই ব্যবহার করেছি। এন্টিভাইরাসের ক্ষেত্রে ক্রাক, প্যাচ পছন্দ করিনা। বেশীরভাগ ক্ষেত্রেই এরা ফায়ারওয়ালে ফুটো করে রাখে, ফলে হ্যাক হবার চান্স থাকে। 6 মাস আগে ইন্টারনেট ব্যাংকিং শুরু করায় পিসির সুরক্ষা বাড়ানোর প্রয়োজন অনুভব করলাম, তাই এভিরার ইন্টারনেট সিকিউরিটি নেবার চিন্তা করলাম (ফায়ারওয়াল ও এন্টিস্পাইওয়্যার সুবিধা রয়েছে)  । একটু নেট ঘাটতেই পেয়ে গেলাম এভিরার জার্মান অফার যেখানে এভিরা 6 মাসের লাইসেন্স বিনামূল্যে দিচ্ছে। জার্মান সেজে ওখান থেকে জেনুইন 6 মাসের লাইসেন্স নিয়ে খুব আরামে কাটালাম। বন্ধুদের শেয়ার ও করেছিলাম লাইসেন্সটি। এই মাসে লাইসেন্স শেষ হবে, তাই আবার সার্চ দিয়ে পেয়ে গেলাম রাশিয়ান অফার। রাশিয়াতে এভিরা 3 মাসের লাইসেন্স দিচ্ছে বিনামূল্যে। নূতন লাইসেন্স করিয়ে পোষ্ট করতে বসলাম এভিরা প্রেমীদের জন্য।

বৈধ লাইসেন্স পাবার প্রসেসঃ

1. প্রথমে আপনাকে রাশিয়ান প্রক্সি ব্যবহার করতে হবে, যাতে আপনি রাশিয়ার ইউজার বলে গন্য হোন। ফায়ারফক্সে কিভাবে প্রক্সি সেটাপ দেবেন দেখাচ্ছি নিচে-
ক) Tools থেকে Option এ ক্লিক করুন
1 এভিরার বৈধ লাইসেন্স পাবার কৌশল | Techtunes
খ) Network ট্যাব থেকে Settings এ ক্লিক করুন
2 এভিরার বৈধ লাইসেন্স পাবার কৌশল | Techtunes
গ) Manual Proxy Configuration রেডিও বাটনে টিক দিন।
SOCKS Host: এর ঘরে 212.158.161.96 লিখুন
Port: 1080 দিন
OK চেপে বেরিয়ে আসুন।
3 এভিরার বৈধ লাইসেন্স পাবার কৌশল | Techtunes
2. এবার এভিরা রাশিয়ার ওয়েব সাইটে প্রবেশ করুন। (SSL এনক্রিপ্টেড, ব্যাংকের সাইটগুলোর মত)
3. ফর্মটি নিচের ছবির তথ্যানুসারে পূরণ করুন। সাবিমট করুন।
5 এভিরার বৈধ লাইসেন্স পাবার কৌশল | Techtunes
4. পরের পেজ আসলে ছবিতে দেখানো যায়গায় ক্লিক করুন।
6 এভিরার বৈধ লাইসেন্স পাবার কৌশল | Techtunes
৫. ছবিতে দেখানো যায়গায় ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে HBEDV.KEY ফাইলটি। এটিই আপনার বৈধ লাইসেন্স আগামী তিন মাসের জন্য।

7 এভিরার বৈধ লাইসেন্স পাবার কৌশল | Techtunes
ভাষা বোঝার প্রয়োজনে গুগল ট্রান্সেটরে সাহায্য নিতে পারেন।
… পিসিকে সুরক্ষিত করুন, ভালো থাকুন।

No comments:

Post a Comment