Monday, February 14, 2011

[PC Tips In Bangla] অনলাইনেই লাইভ দেখুন বিশ্বকাপের সব খেলা

বিশ্বকাপ জ্বরে হয়তবা ভুগছেন সবাই। আর মাত্র কয়েকদিন পরেই শুরু হবে বিশ্বকাপ। আমার প্রিয় দেশ খেলবে। খুব খুশির সংবাদ।
সবার উদ্দেশ্যে একটা সংবাদ দিচ্ছি। একটা সাইট চালু হয়েছে। যেখানে আপনারা বিশ্বকাপের সকল খেলা সরাসরি উপভোগ করতে পারবেন। সাইটটির নাম হলো http://www.seeallsports.com/ শুধু বিশ্বকাপই না অন্যান্য সময়ে অনুষ্ঠিত খেলাগুলোও সরাসরি দেখতে পাবেন।
এখানে খুব কম স্পিডেই সব খেলা দেখা যাবে।  কাছাকাছি যদি টিভি না থাকে তাহলে আপনাদের খেলা দেখাটা যেন মিস না হয় সে জন্যই টিউনটি করলাম।
সবাই ভালো থাকুন। আর আমার দেশও ভালো থাকুক। সাকিবদের প্রতি রইল শুভ কামনা।

No comments:

Post a Comment