আমাদের মধ্যে অনেকেই আছেন যারা Windows XP ইনস্টল করতে পারেন। আর সকলেই জানেন যে, Windows XP উনস্টল হতে সাধারণত ৪০/৪৫ মিনিট সময় লাগে। এ জন্যই আমার এই প্রশ্ন যে, Windows XP ইনস্টলের সময় কি করেন? তবে আমি কিন্তু XP সেটাপের সময় পিনবল গেমটি খেলি। আপনিও ইচ্ছা করলে Xp সেটাপের সময় পিনবল গেমটি খেলতে। পারেন। যারা খেলতে চান তাদের জন্য আমার এই ছোট্ট টিউনটি। কাজে লাগলে অবশ্যই কমেন্ট করবেন।
যেভাবে খেলবেন:
> পিনবল গেমটি সব সময় খেলা যায় না। এটি সাধারনত উইন্ডোজের প্রোডাক্ট কি দেওয়ার পরে ইনস্টল হয়ে থাকে ।
> এখন, কমান্ড প্রম্পট নিয়ে আসুন। কমান্ড প্রম্পট নিয়ে আসার জন্য Shift এবং F10 এক সাথে প্রেস করুন।
> cd \ টাইপ করে এন্টার করুন।
> cd “Program Files” লিখুন এবং এন্টার করুন।
> cd “Windows NT” এবং এন্টার করুন।
> cd Pinball লিখে এন্টার দিন।
> pinball.exe লিখে এন্টার দিন।
> কাজ শেষ এবার আপনি পিনবল খেলাটি শুরু করত পারেন।
No comments:
Post a Comment